চারদিনেই ১ লক্ষ ভিউ, প্রেম নিয়ে নতুন শর্ট ফিল্ম

প্রেমে আঘাত পাননি এমন মানুষের সংখ্যা হাতে গোনা। তাঁদের অনেকেরই মনে পড়ে যেতে পারে পুরনো কথা এই শর্ট ফিল্মটি দেখে।

একটা প্রচলিত কথা রয়েছে— যে প্রেম পরিণতি পায় না, সেই প্রেমই নাকি সর্বশ্রেষ্ঠ। কথাটা ততক্ষণ শুনতে ভাল লাগে যতক্ষণ জীবনে প্রেম টিকে থাকে। প্রেম ভেঙে গেলে সাময়িক ভাবে হলেও জীবনে শূন্যতা আসে। আর সেই শূন্যতায় কখনও এই কথাটিই হয়ে ওঠে জীবনে আবারও ঘুরে দাঁড়ানোর মূলমন্ত্র।

মজার বিষয় হল, অনেকে আবার এই কথাটিকে অজুহাত হিসেবে ব্যবহার করে। আসলে প্রেম বিষয়টি খুব সরল, স্বতঃস্ফূর্ত ইমোশন হলেও সম্পর্ক কিন্তু একটি অত্যন্ত জটিল প্রক্রিয়া। এই সম্পর্কের ধাপে পৌঁছেই বেশিরভাগ প্রেম আস্তে আস্তে মিলিয়ে যায়, কখনও এক ঝটকায় শেষ হয়ে যায়।

তেমনই একটি জটিল অনভূতিপ্রবণতা নিয়েই নির্মিত শর্ট ফিল্ম ‘টেক কেয়ার’। সৌম্য শঙ্খ চক্রবর্তী প্রযোজিত এই স্বল্পদৈর্ঘ্যের ছবিটি সম্প্রতি মুক্তি পেয়েছে ওয়ান লাইভ মিডিয়া-র ইউটিউব চ্যানেলে। মাত্র চারদিনেই ভিউ ছাড়িয়েছে ১ লক্ষ ১০ হাজার। ছবির গল্প, চিত্রনাট্য-সংলাপ ও পরিচালনা সায়ন চন্দের। অভিনয়ে অংশু বাক, লহরী চক্রবর্তী, আকাশ চৌধুরী ও শ্রেয়া দে।-এবেলা



মন্তব্য চালু নেই