চারটার আগেই ভোট গণনা শেষ!

বিকাল চারটায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা। কিন্তু ভোটগ্রহণের সময় শেষ হওয়ার আগেই ভোট গণনার কাজটিও শেষ হয়েছে। ঘটনাটি যশোর জেলায়।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়েছে।

জানা গেছে, তিনটার সময় প্রিজাইডিং অফিসার ভোট গণনা শুরু করেন। আর চারটার আগেই ভোট গণনা শেষ হয়।

এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ও জানিপপ এর চেয়ারম্যান নাজমুল আহসান কলিমুল্লাহ ও অধ্যাপক সলিমুল্লাহ খান।

তারা দুজনেই বলেছেন, যেকোন নির্বাচনে বিকাল চারটায় ভোট গ্রহণ শেষ হয়। কিন্তু চারটার মধ্যে ভোট গণনা শেষ হয় এরকম ঘটনা নেই বললেই চলে। এটিই প্রথম।



মন্তব্য চালু নেই