চারঘাটে ৮০০ পিচ ইয়াবাসহ ভুয়া সাংবাদিক আটক
সরকার দুলাল মাহবুব, রাজশাহী থেকে: রাজশাহীর চারঘাট উপজেলায় ৮০০ পিচ ইয়াবাসহ মাসুদরানা নামে এক ভুয়া সংবাদিককে আটক করেছে চারঘাট থানা পুলিশ। মঙ্গলবার সকাল ৬টায় চারঘাট থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ পল্লীবিদুৎ মোড় থানাপাড়া এলাকা থেকে তাকে আটক করে।
আটককৃত মাসুদরানা (৩০) নাটোর সিংড়া থানার কইগ্রাম এলাকার আব্দুল খালেকের ছেলে।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বলেন, মঙ্গলবার সকাল ৬টার দিকে মোটরসাইকেলে করে নাটোর থেকে চারঘাট যাওয়ার পথে পল্লীবিদুৎ মোড় থানাপাড়া এলাকায় মাসুদরানাকে সন্দেহ ভাজন অবস্থায় জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় সে নিজেকে সাংবাদিক হিসেবে দাবি করে মেয়াদ উত্তীর্ণ আইডি কার্ড দেখায়।
ওসি আরও বলেন, এক পর্যায়ে তার মেয়াদ উত্তীর্ণ আইডি কার্ড দেখে সন্দেহ হলে, তাকে তল্লাসি করে তার আন্ডার ওয়্যারের ভেতর থেকে ৮০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তার ব্যবহৃত মটর সাইকেলটিও জব্দ করা হয়।
মন্তব্য চালু নেই