চাপ থাকলেও মাথায় চড়তে দিই না : পাওলি দাম

মেরিলিন মনরো থেকে জিয়া খান, হলিউড-বলিউডে অভিনেত্রীদের আত্মহত্যার ঘটনা ঘটেছে আগেও৷ কখনও কাজ না পাওয়ার হতাশা তো কখনও সম্পর্কের জটিলতায় নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রীরা৷ কখনও আবার তাঁদের মৃত্যু ঘিরে দানা বেঁধেছে রহস্যও৷ সে রহস্য এসে লাগল টলিপাড়াতেই৷

সম্প্রতি আত্মহত্যা করলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দিশা গঙ্গোপাধ্যায়৷ এখনও তাঁর মৃত্যু রহস্যের তদন্ত করছে পুলিশ৷ কিন্তু এরকম আকস্মিক ঘটনা নানা প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে আধুনিক জীবনকে৷ আজকের জীবনে বাড়তে থাকা কাজের চাপের সঙ্গে সম্পর্কের জটিলতা মিলে কি পাহাড়সমান হয়ে উঠছে নাগরিক জীবনের কাছে? আবার গ্ল্যাম ওয়ার্ল্ডের সঙ্গে সম্পর্কিত জীবনে কি সে চাপ অন্য মাত্রা পাচ্ছে? নাকি নারী পুরুষের ক্ষেত্রে আলাদারকম হয়ে যাচ্ছে চাপের মাত্রা? টলি ইন্ডাস্ট্রিতে যাঁরা দীর্ঘদিন কাজ করছেন, নানারকম ওঠাপড়াকে সামলে নিয়ে এগিয়ে নিয়ে গেছেন নিজেদের যাত্রাপথ, তাঁদের কাছেই এ প্রশ্নের উত্তর খোঁজা শুরু করেছে কলকাতা 24×7.

51e7ceff5081e-DSC_4732

অভিনেত্রী পাওলি দাম বললেন, ‘‘ ডেফিনিটলি প্রেসার তো থাকবেই৷ যত দিন যায় ততো জীবনের থেকে আমাদের চাহিদাগুলো বাড়তে থাকে৷ ফলে চাপও বাড়ে৷ কিন্তু তা ঠিকঠাক হ্যান্ডেল করতে জানতে হয়৷’’ তাঁর মতো ওয়ার্কিং ওম্যানদের ক্ষেত্রে কি এই চাপ পুরুষদের থেকেও বেশি হয়? উত্তর দিয়ে পাওলি বললেন, ‘‘ আমার তা মনে হয় না৷ এক্ষেত্রে অন্তত কোনওরকম জেন্ডার বায়াস খাটে না৷ প্রেসার নারী-পুরুষ সবার ক্ষেত্রেই সমান৷ অনেক সময় মেয়েরা অনেক বেশি ভালোভাবে প্রেসার হ্যান্ডেল করতে পারে, যেহেতু তাঁরা ঘরে বাইরে দু’জায়গারই কাজ সামলায়৷ তবু আমার মনে হয়, এটা একান্তই আলাদা আলাদা ব্যক্তির উপর নির্ভর করে৷’’

গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত থাকার কারণে চাপের ধরন আলাদা হয় বলেও মনে করেন না পাওলি৷ ‘‘একজন হাউসওয়াইফেরও চাপ থাকে৷ প্রত্যেকের কাজের ধরন অনুযায়ী সেটা আলাদা আলাদা হয়৷ গ্ল্যামার ওয়ার্ল্ড বলে আলাদা কিছু নয়৷ নিজের নিজের মতো করে প্রেসার সামলাতে জানতে হবে৷ আমার মতে মেডিডেশনটা খুব কার্যকরী৷’’-বললেন পাওলি৷

10620811_761359877269640_4255506412091824489_n

নিজে এই ব্যস্ত জীবনে কীভাবে প্রেসার সামলান পাওলি? জানালেন, ‘‘ আমার অনেকগুলো ব্যাপার আছে, জানলা খোলা আছে বলা যায়৷ আমি বেড়াতে খুব ভালোবাসি৷ গান শুনতে ভালোবাসি৷ আমার বন্ধু-বান্ধব যারা আছে তাদের সঙ্গে আড্ডা দিই৷ এবং মেডিটেশনটা তো করিই৷ আসলে আমি প্রেসারকে খুব একটা মাথায় চড়তে দিই না৷’’

জীবনের যে কোনও ভূমিকাতেই প্রেসার থাকবে৷ তা সামলে চলার বার্তাই দিলেন পাওলি৷



মন্তব্য চালু নেই