চান্দিনায় অস্ত্রের মুখে ব্যালট পেপারে সিল : ভোটগ্রহণ স্থগিত
কুমিল্লার চান্দিনায় নৌকা মার্কার সমর্থকরা অস্ত্রের মুখে এক হাজার ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মেরে বাক্স ভর্তি করায় জোয়াগ ইউনিয়নের জোয়াগ দাখিল মাদরাসা কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
জানা যায়, ওই ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী মেহেদী হাসান তালুকদারের সমর্থকরা শনিবার ভোর রাতে কেন্দ্রে প্রবেশ করে অস্ত্রের মুখে ১ হাজার ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে নৌকায় সিল মেরে বাক্স ভর্তি করে। সকাল সোয়া ৯টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আজিজুর রহমান ওই কেন্দ্রে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে ভোটগ্রহণ স্থগিত করেন।
ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. হুমায়ুন কবির জানান, ভোর রাতে নৌকা মার্কার সমর্থকরা অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে ১ হাজার ব্যালট ছিনিয়ে নিয়ে নৌকায় সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করেছিল, তাই এ কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
মন্তব্য চালু নেই