চাটমোহর প্রেসক্লাবে সাধারন সভা অনুষ্ঠিত

পাবনার চাটমোহর প্রেসক্লাবে গতকাল শনিবার সকাল ১১টায় জরুরী সাধারন সভা পৌর সদরের খেয়াঘাট সংলগ্ন নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সঞ্জিত সাহা কিংশুকের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় বক্তব্যে দেন, সিনিয়র সংবাদিক সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক এস,এম হাবিবুর রহমান, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, সহ-সভাপতি ইশারত আলী, সাবেক সহ-সভাপতি এম,এস আলম বাবলু, কলামিষ্ট অঞ্জন ভট্টাচার্য্য, জামিউল ইসলাম কাবলী, বিল্পব আচার্য্য, চ্যানেল ২৪ পাবনা জেলা প্রতিনিধি শাহীনুর রহমান শাহীন, সাপ্তাহিক ও অনলাইন অনাবিল সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক এম জাহাঙ্গীর আলম, সুদিপ্ত কর্মকার, সালাহ উদ্দিন খান সোহেল, মাকসুদুল হক মাসুদ, এসএম মাসুদ রানা, সাইফুল ইসলাম সুইট, বকুল রহমান, জাহাঙ্গীর আলম মধু, মহিদুল ইসলাম খাঁন, নুরুল ইসলাম প্রমুখ।

সভায় চাটমোহর প্রেসক্লাবের নতুন সদস্য ভর্তির ব্যাপারে আলোচনা করা হয়। সংবাদকর্মীদের মাঝে ভার্তত্ব বজায় রেখে কাজ করা, সত্য ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন ক্ষেত্রে সবার প্রতি আহবান জানানো হয়।



মন্তব্য চালু নেই