চাটমোহরে বারুনীর গঙ্গা স্নানে মিলন মেলা
বুধবার পাবনার চাটমোহরের নিমাইচড়া ইউনিয়নের করকোলা গ্রামের পাশ দিয়ে প্রবাহিত গুমানী (গঙ্গার শাখা নদী) নদীতে সনাতন ধর্মাবলম্বীদের বারুনীর গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর ফাল্গুন মাসে দোল পূর্ণিমার ১২ দিন পর কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথীতে পালিত হয় এ অনুষ্ঠান।
সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, এসময় গঙ্গাস্নান করলে পবিত্রতা অর্জন করা যায়। স্নানের পর ভক্তরা মন্ত্র পাঠ করে গুমানীতে অঞ্জলী দেন। পূজা অর্চনার পাশাপাশি ভোগ ও প্রসাদ বিতরণ করা হয়। মঙ্গলবার রাতে করকোলা বারোয়ারী মন্দিরে স্থাপণ করা হয়েছে কালী প্রতিমা।
বুধবার সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী গঙ্গা স্নানের উদ্দেশ্যে আসেন গুমানী নদীর করকোলা পয়েন্টে। এদিন বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের মিলন মেলায় পরিণত হয় এ স্থানটি।
চাটমোহর সদরের বালুচর মহল্লার পূণ্যার্থী বিকাশ দাস জানান, শুনছি প্রায় ২শ বছর যাবত এখানে বারুনীর গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়। শুদ্ধতা লাভের জন্য এবং মনোবাসনা পূরণের লক্ষ্যে ভক্তরা এখানে আসেন।
মন্তব্য চালু নেই