চাটমোহরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
পাবনার চাটমোহরে গতকাল রবিবার সকাল ৮টার দিকে বিলকিস খাতুন (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ উপজেলার মূলগ্রামের প্রবাসী রফিকুল ইসলামের স্ত্রী। স্থানীয়রা ও থানা সূত্রে জানা গেছে, এদিন বিলকিসের ঘরের দরজা খুলা না দেখে স্বজনরা ডাকাডাকি করে। দরজা না খুললে দরজা ভেঙ্গে দেখা যায় ঘরের ডাবের সাথে ওরনা পেচিয়ে গলায় ফাঁস নিয়ে সে ঝুলছে।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
প্রতিবেশী সূত্রে জানা গেছে, বিলকিস খাতুনের বিয়ে হবার কিছু দিন পর রফিকুল বিদেশে চলে যায়। এরপর বিলকিস শ্বশুর আকবর আলীর বাড়ীতেই বসবাস করছিল। পাবিবারিক কলহের জের ধরে বিলকিসের উপর শ্বশুর বাড়ির লোকজন তাকে নির্যাতন করতো। এ কারণে সে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
মন্তব্য চালু নেই