চাটমোহরে আন্তর্জাতিক নারী দিবস পালন

পাবনার চাটমোহর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে রবিবার আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন এ প্রতিপাদ্যকে সামনে রেখে এদিন সকাল ১০টায় একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসাদুল ইসলাম হিরা। আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া আজাদ, সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, বেসরকারী সংস্থা পিসিডির ব্যবস্থাপক মজনুর রহমান, সমন্বয় মহিলা উন্নয়ন সমিতির উপদেষ্টা ও বেসরকারি সংস্থা ডিএনএস এর নির্বাহী পরিচালক মহরম হোসেন প্রমুখ।

অপরদিকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছেন উপজেলার বিলকুড়ালিয়ার ভূমিহীন নারীরা। দিবসটি উদযাপন উপলক্ষ্যে ভূমিহীনদের প্রানের সংগঠন ‘এলডিও’র উদ্যোগে র‌্যালী ও সমাবেশের আয়োজন করা হয়।

নারীর ক্ষমতায়ন, মানবতা ও উন্নয়ন প্রতিপদ্য সামনে রেখে ‘খাস জমিতে ভূমিহীন নারীর অধিকার’ নিশ্চিত করার দাবিতে রবিবার সকাল দশটায় উপজেলার হরিপুর মমিনপাড়ায় নারীদের সমাবেশ অনুষ্ঠিত হয়। ভূমিহীন নারী নেত্রী মোছা: চাম্পা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, এলডিও’র নির্বাহী পরিচালক মুক্তিযোদ্ধা কে এম আতাউর রহমান রানা মাষ্টার।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ভূমিহীন নেত্রী ছানোয়ারা খাতুন, আনোয়ারা বেগম, তাজিমন খাতুন, রাশিদা খাতুন, ভূমিহীন নেতা রমিজ, রজব আলী, ভূমিহীন সংগঠক ইসরাইল আলম, এলডিও’র পিসি নূরে আলম সিদ্দিকী মন্জু, এলডিও’র কর্মী সোনাভান প্রমুখ।

সমাবেশ শেষে ভূমিহীন নারীদের একটি বিশাল র‌্যালী বিলপাড়ের সড়ক প্রদক্ষিন করে।



মন্তব্য চালু নেই