চাটখিলে ৫০ কোটি টাকা নিয়ে আর.ডি.পি মাল্টিফারপাস উধাও

রুরাল ডেভালাফমেন্ট প্রজেক্ট (আর.ডি.পি) মাল্টি ফারপাস কোম্পানী চাটখিলের ১০ হাজার গ্রাহকের প্রায় ৫০ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে। সকাল ১০টায় গ্রহকরা এসে অফিসে তালা মারা দেখে সংস্থার কর্মকর্তাদের মোবাইল নম্বরে ফোন দিলে নাম্বার গুলো বন্ধ পেয়ে গ্রাহকরা নিশ্চিত হয় তারা উধাও হয়ে গেছে। এতে গ্রাহকদের মাঝে আহাজারি ছড়িয়ে পড়ে।

খোজ নিয়ে জানা যায়, চার বছর আগে চাটখিলে মমতা শপিং কমপ্লেক্সের ৪ তলা ভাড়া নিয়ে সংস্থাটি তাদের কার্যক্রম শুরু করে। ইসলামী শরিয়া ভিত্তিক বিনিয়োগের নাম করে গ্রাহকদের অধিক মুনাফার লোভ দেখিয়ে হাজার হাজার গ্রাহক সৃষ্টি করে বিভিন্ন ভাবে বিনিয়োগের নাম করে ১০ হাজার গ্রাহকের কাছ থেকে প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়ে সংস্থাটির কর্মকর্তারা রোববার রাতে অফিসে তালা দিয়ে পালিয়ে যায়

। সোমবার সকালে চারদিকে এ খবর ছড়িয়ে পড়লে শত শত গ্রাহক অফিসের সামনে এসে আহাজারি করতে থাকে। কান্না জড়িত কন্ঠে পরকোট গ্রামের নাছিমা আক্তার জানায় তার ১০ লাখ টাকা, হোসেনপুর গ্রামের আকবর হোসেনের ১০ লাখ টাকা, পূর্ব পরকোট গ্রামের এমরুল হোসেনের ৫ লাখ টাকা, খিলপাড়া গ্রামের সফিকুল ইসলামের ২০ লাখ টাকা, ছয়ানী টবগা গ্রামের ফার্ণিচার ব্যবসায়ী মাসুমের ৫ লাখ টাকা, ভীমপুর গ্রামের সাইফুলের ৩ লাখ টাকা সহ এভাবে হাজার হাজার গ্রাহকের প্রায় ৫০ কোটি টাকা নিয়ে কোম্পানীটি উধাও হয়ে যায়।

এ ব্যাপারে কোম্পানীর চাটখিল অফিসের ম্যানেজার মোঃ মোবারক উল্যার মুঠো ফোনে যোগাযোগ করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। অফিস ভবনের মালিক ফারুক হোসেন জানান, সকালে সংবাদ পেয়ে তিনি আরডিপি অফিসে গেলে অফিসটি তালা বন্ধ দেখতে পেয়ে অফিসের কর্মকর্তাদের ফোন দিলে ফোনগুলো বন্ধ পান। তিনি আরো জানান কোম্পানীটির কাছে তিনি অফিস ভাড়া বাবদ ৯০ হাজার টাকা পাবেন। এছাড়াও তার বিভিন্ন আত্মীয় স্বজনের বিনিয়োগকৃত ১৩ লাখ টাকা কোম্পানীটি হাতিয়ে নিয়েছে। এ ব্যাপারে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি জানান এখনো থানায় কোন অভিযোগ আসেনি।



মন্তব্য চালু নেই