চাটখিলে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসী
চাটখিলে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে মারাত্মক জখম করেছে সন্ত্রাসী, শরাফত করিম। আহত প্রবাসীর স্ত্রী জান্নাতুল ফেরদাউস মনি (৩০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুর সাথে পাজ্জা লড়ছেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার হীরাপুর গ্রামে, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। স্থানীয় ও মামলা সূত্রে জানা যায় পূর্ব শত্রুতার জের ধরে শিবির সন্ত্রাসী মো: শরাফত করিম (২২) এর নেতৃত্বে বেল্লাল (৫০) সহ ৫/৭ জনের সন্ত্রাসী দল, দেশীয় অস্ত্র-সন্ত্র নিয়ে হীরাপুর গ্রামের মোল্লা বাড়ীর প্রবাসী মো: মহসিনের স্ত্রী, জান্নাতুল ফেরদাউস মনির ঘরের দরজা ভেঙ্গে, তার পায়ের রগ কাটার উদ্দেশ্যে পায়ে মারাত্মক কোপ দেয়, তাছাড়া কোমর ও ঘাড়েও কুপিয়ে রক্তাক্ত জখম করে।
তার সৌর চিৎকারে বাড়ীর চাচা শ^শুর ৪নং বদলকোট ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রহিম বিএসসি, স্ত্রী শামছুন নাহার সহ লোকজন এসে মনিকে উদ্দার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ ব্যাপারে চাটখিল থানার ওসি তদন্ত আবুল খায়েরের মুঠো ফোনে জানতে চাইলে তিনি জানান, সন্ত্রাসী শরাফত করিমকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়, অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
মন্তব্য চালু নেই