চাটখিলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চাটখিল উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সকালে উপজেলা পরিষদের সামনে থেকে নারী দিবস উপলক্ষে শুরু হওয়া র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সভাকক্ষে এসে শেষ হয়।
র্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবরাউল হাসান মজুমদার, ভাইস চেয়ারম্যান শারমিন আনোয়ার, উপজেলা প্রকৌশলী মাহফুজুর রহমান, ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী ভুট্টো, নারী নেত্রী হাটপুকুরিয়া ইউনিয়ন পরিষদ সদস্য নাছিমা আক্তার সহ প্রমুখ।
মন্তব্য চালু নেই