চাকুরী জাতীয়করন সহ পে স্কেলভুক্ত করার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

শরিফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ চাকুরী জাতীয়করণ করে পে-স্কেলভুক্ত করা এবং এক বছরের বকেয়া বেতন দ্রুত পরিশোধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) এ্যাসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখা।

রবিবার দুপুরে জেলা রেজিস্ট্রি কার্যালয় চত্বর থেকে নকল নবিসরা একটি র‌্যালি নিয়ে শহরের চৌরাস্তা মোড়ে সমবেত হয়ে মানববন্ধন করে।

ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নকল নবিস এ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব আলম, সাধারন সম্পাদক বাবুল ইসলাম মাহফুজুল ও রেজাউল ইসলাম সহ অনেকে।

এ সময় বক্তারা এক্সট্রা মোহরারদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা, মহার্ঘ ভাতা ও সরকারী যাবতীয় সুযোগ সুবিধা সহ অবিলম্বে বকেয়া বেতন পরিশোধ ও সরকারি স্কেল ভুক্ত করণের জোর দাবি জানান। পরে তারা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে ।



মন্তব্য চালু নেই