চাইলেই ভাইবারে পাওয়া যাবে পড়শীকে
নিজের প্রতিভা আর কণ্ঠের জাদুতে ক্রমশ সামনে এগিয়ে যাচ্ছেন সংগীতশিল্পী পড়শী। দিন দিন বাড়ছে তার জনপ্রিয়তা। অনলাইন অফলাইন দুই মাধ্যমেই আছেন তিনি সরব।
এবার পড়শীর ভক্তরা চাইলেই পড়শীর সঙ্গে অনলাইন চ্যাট করতে পারবেন ভাইবারের মাধ্যমে। ভাইবার পাবলিক চ্যাটে পাওয়া যাবে এ সংগীতশিল্পীকে। পড়শী জানান তিনি তার ভক্তদের সঙ্গে যোগাযোগ বাড়াতেই এই সেবা চালু করছেন। ২৭ জুলাই থেকে পড়শীকে ভাইবার চ্যাটে পাওয়া যাবে বলে জানান।
মন্তব্য চালু নেই