চাঁপাইনবাবগঞ্জে ৯ কেজি গান পাউডার উদ্ধার
রাজশাহী: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের কালুপুর এলাকায় থেকে নয় কেজি গান পাউডার উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।
চাঁপাইনবাবগঞ্জের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৯ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নাজমুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীররাতে ব্যাটালিয়নের ওয়াহেদপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৩ থেকে ১-এস থেকে ৫শ’
গজ বাংলাদেশের অভ্যন্তরে জেলার শিবগঞ্জ উপজেলার কালুপুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৯ (নয়) কেজি গান পাউডার উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায় নি। উদ্ধারকৃত গান পাউডার বৃহস্পতিবার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
মন্তব্য চালু নেই