চাঁদের আলো
চাঁদের আলো
রূপা আক্তার
সরকারি বাঙলা কলেজ, মিরপুর, ঢাকা।
চাঁদ তুমি দূরে থাক লক্ষ মাইল দূরে,
তোমায় আমি ভালবাসি হৃদয় উজাড় করে।
ছুঁইতে পারিনা তোমায় আমি দূরে থাক বলে
মন তোমাকে ছুঁয়ে যায় ভালবাসি বলে;
আঁখি দুটি মেলে রাখি তোমায় দেখব বলে….।
কখন তুমি দেখা দিবে দূর আকাশ পানে
চাঁদ তুমি দূরে থাক দূরেই লাগে ভাল,
পূর্ণিমা রাতে ছড়িয়ে দাও তোমার রূপের আলো।
সেই রূপেতে মুগ্ধ হয়ে
তোমায় বাসি ভাল;
চাঁদ তুমি দূরেই থাক ছড়িয়ে তোমার আলো।
মন্তব্য চালু নেই