চাঁদপুরে তেলবাহী লরি বিস্ফোরণ, দগ্ধ ১৫
চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কের একটি তেল বিক্রয় কেন্দ্রে আগুন লাগার পর সেখানে রাখা তেলবাহী লরিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫ জন দগ্ধ হয়েছে।
তাদের মধ্যে ৬ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
এদের শরীরের ৮০ ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বুধবার দিবাগত রাত পৌনে ১টায় শহরের বঙ্গবন্ধু সড়কে একটি তেল বিক্রয় কেন্দ্রে আগুন লাগে। সে সময় ঘটনাস্থলে থাকা পদ্মা অয়েল কোম্পানির ট্যাঙ্ক লরিতেও আগুন লেগে বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ভবনের অনেকে লাফিয়ে আত্মরক্ষা করলেও অগ্নিদগ্ধ হয় অনেকেই।
প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর ওই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
অনুমতি ছাড়াই ওই তেল বিক্রয় কেন্দ্রটি স্থাপন করা হয়েছিলো বলে দাবি করেছে এলাকাবাসী।
মন্তব্য চালু নেই