চলে গেলেন ডালমিয়া
ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি জগমোহন ডালমিয়া মারা গেছেন। রবিবার রাতে ৭৫ বছর বয়সে তিনি সাউথ কলকাতা হাসপাতালে মৃত্যুবরণ করেন। গত কয়েকদিন ধরে অসুস্থতার কারণে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।
ডালমিয়ার মৃত্যতে শোক প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী ও সাবেক আইসিসি সভাপতি আ হ ম মুস্তফা কামাল।
ডালমিয়া একসময় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ডালমিয়া একজন ব্যবসায়ীও ছিলেন। তিনি উইকেটরক্ষক হিসেবে খেলোয়াড় জীবন শুরু করেছিলেন। ক্লাব ক্রিকেটে তিনি ডাবল সেঞ্চুরিও করেছিলেন। কলকাতার স্কটিশ চার্স কলেজে তিনি পড়াশোনা করেছিলেন।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে হঠাৎ বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করায় তাকে বিএম বিড়লা হার্ট রিসার্চ সেন্টার হাসপাতালে ভর্তি করা হয়।
পরে সিসিইউতে রাখা হয় বিসিসিআইয়ের এই প্রেসিডেন্টকে। সেখানে তার অ্যাঞ্জিওগ্রামও হয়। এর আগে আইসিসি প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন ডালমিয়া।
মন্তব্য চালু নেই