চলন্ত বাসে গণধর্ষণের শিকার এক তরুণী!
কলকাতার সল্টলেকে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হয়েছে এক তরুণী। রবিবার গভীর রাতে এই ঘটনা ঘটে।
জানা গেছে বাগুইআটির বাসিন্দা ওই তরুণীকে চার যুবক সল্টলেক সেক্টর ফাইভের কাছে গাড়িতে তুলে নিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ। এরপর ওই তরুণীকে রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ রাতেই ওই তরুণীকে উদ্ধার করে।
অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। তাদের ধরতে পুলিশের ব্যাপক তল্লাশি চলছে। এবিপি অনলাইন।
মন্তব্য চালু নেই