চলন্ত প্রাইভেট কারের পেছনে বসা ‘মেয়ে ভূত’ [ভিডিও]
দ্রুত গতিতে চলছিল প্রাইভেট কারটি। লাল রংয়ের গাড়ির পেছনে লাগেজ রাখার যে ট্রাঙ্ক রয়েছে তার উপরে পা ঝুলিয়ে বসে আছেন এক তরুণী।
ব্যস্ত রাস্তায় বেপরোয়া গতিতে চলা গাড়ির পেছনে যেভাবে বসে থেকে পা দুলাচ্ছিলেন তাতে মনে হচ্ছে তার মনে কোনো ভয় নেই। গাড়ি বাঁক নেয়ার সময়ই পড়ে গিয়ে মৃত্যু হতে পারে তরুণীর।
কিন্তু সেই চিন্তা তার মাথায় নেই। আর গোটা বিষয়টি পেছনে থেকে ভিডিও করেছেন ফটো সাংবাদিক পোয়ারিট কাটকুল। আর এমন ঘটনা ঘটেছে থাইল্যান্ডে। দেশটির স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
তবে পোয়ারিটের গাড়ির ড্রাইভার মেয়েটিকে ভূত বলে আখ্যায়িত করেছেন। থাইল্যান্ডের সংস্কৃতিতে এই ধারণা বিদ্যমান যে, সেখানে মাঝে মাঝেই ভূতের আবির্ভাব হয়। এবং ভয় দেখানোর পর তারা চলে যায়।
গাড়িতে বসে থাকা ওই ‘মেয়ে ভূতে’র ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ২৭ লাখ মানুষ এরই মধ্যে ভিডিওটি দেখেছেন।
ভিডিও দেখে দেশটির পুলিশ এর আসল কারণ অনুসন্ধান করার চেষ্টা করছেন।
এদিকে ফটো সাংবাদিক কাটকুল পুলিশের কাছে বিষয়টি বলতে গিয়ে জানান, তিনি তার নিজের চোখকেও বিশ্বাস করতে পারছেন না।
ওই সাংবাদিক ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে তার বন্ধুদের কাছে প্রশ্ন করেন, আমি যা দেখছি আপনারাও কি তাই দেখছেন?
এদিকে পুলিশ গাড়ির লাইসেন্স প্লেট চেক করে জানতে পেরেছে, বাদামী ওপেল ট্যাক্সি হিসেবে নিবন্ধিত ছিল। তবে বর্তমানে ভূমি পরিবহন অধিদফতর তার লাইসেন্স বাতিল করেছে। তবে ভিডিও ফুটেজে তার রং ছিল লাল।
এ নিয়েও ধোয়াশার মধ্যে রয়েছে দেশটির পুলিশ। তারা বাদামী ওপেল কর্তৃপক্ষের সঙ্গে এনিয়ে যোগাযোগ করছেন।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
মন্তব্য চালু নেই