চলন্ত ট্রেনের ছাদে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আহমদাবাদ ও আওলিয়া নগরের মাঝামাঝি এলাকায় চলন্ত ট্রেনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের প্রাণহানি হয়েছে। বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, ময়মনসিংহগামী কমিউটার ট্রেনের ছাদে করে এরা যাচ্ছিলেন। ট্রেনটি আহমদাবাদ ও আওলিয়া নগরের মাঝামাঝি স্থানে পৌঁছালে নিচু হয়ে থাকা বিদ্যুতের তারে বেশ কয়েকজন জড়িয়ে পড়েন। এ সময় ছাদ থেকে পড়ে দুজন মারা যান এবং দুজন আহত হন। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল আহাদ খান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য চালু নেই