চলন্ত গাড়ীতে বমি বমি ভাব হলে দ্রুত মুক্তি পেতে কি করবেন জেনে নিন?

ছোট্ট একটা প্যাকেটে লবন রাখবেন। কোন ধরনের ট্যাবলেট না খাওয়াই ভালো। যখনি মনে হবে বমি আসতে পারে একটু লবণ মুখে দ্যান। ব্যাস কেল্লা ফতে।

১। আপনি ভ্রমনের সময় সাথে একটি ছোট বোতলে কিছুটা পেট্রল রাখবেন… আর মাঝে মাঝে শুকবেন। শুনেছি এটাতে কাজ হয়।

২।একটি পরামর্শ দেওয়া যেতে পারে… বাসে বা মাইক্রোতে উঠেই ঘুম দিতে হবে। প্রথম চান্সেই যদি একটু ঘুমাতে পারেন তাহোলে হয়তো উপকার পেতে পারেন। যা আমি করি। এতে আমার অনেক সুবিধা হয়

৩।আপনি যাত্রা শুরুর ২ ঘণ্টা আগে কিছুই খাবেন না, পথেও কিছু খাবেন না। ১০০% পরীক্ষিত আপনার বমি হবে না। আমি নিজেও এই ফর্মুলা অ্যাপ্লাই করতাম। এখন আল্লাহর রহমতে আর কোন সমস্যা হয় না।

৪।একটা ব্যপার আজব হলেও সত্য, বমি বমি লাগলে বাম হাতের তালুর গন্ধ শুকলে বমি ভাব দুর হয়। কোন সায়েনন্টেফিক ব্যাখ্যা নাই, তবে আমি ট্রাই করেছিলাম কাজ ও হয়েছিলো।



মন্তব্য চালু নেই