চলতি ফ্যাশনে পূজার প্রভাব দেখুন ছবিতে

সাজ পোশাক, গহনা আর ফ্যাশনে পূজায় যোগ হয় বাড়তি মাত্রা। বছরের সকল উৎসব বা পার্বনেই চলে নিজেকে সাজিয়ে তোলার চেষ্টা, তবে পূজায় বদলে যায় আদল। ঐহিত্য আর আধুনিকতার মিশেলে প্রতিটি নারীই হয়ে ওঠেন দূর্গার প্রতিরূপ।

দেবী দূর্গার এক শাশ্বত রূপ আমাদের মনে অধিষ্টিত। বিভিন্ন রূপেই তিনি পূজিতা- তবে শারদীয় দূর্গা উৎসবে তার অতুলনীয় মাতৃরূপই চলতি ফ্যাশনকে বেশি প্রভাবিত করে। শাড়ি, গহনা, সাজ, চুলের স্টাইল এমনকি চলাফেরা বা নিজেকে ক্যারি করার পদ্ধতিও বদলে যায় দেবী আগমনে।

12179791_1200942546600838_341883822_n

সূতি, সিল্ক, হাফসিল্ক, তাঁত, কাঞ্জিভরম, বালুচরী- শাড়ির ধরন যাই হোক না কেন, রঙ ও ডিজাইনে থাকে পূজার ছােঁয়া। মূলত সাদা, অফ হোয়াইট, ক্রিম ইত্যাদি রঙের সঙ্গে লাল পাড়ের শাড়ি অনবদ্য পূজায়। প্লেন পাড়ের শাড়ির এই ঐহিত্যের সঙ্গে বর্তমানে যোগ হয়েছে অন্যান্য রঙের খেলা। মেরুন, মেজেন্টা, গোলাপি, নীল, কমলা কিংবা পছন্দের যেকোন রঙের শাড়িই পূজায় বেছে নিচ্ছেন আধুনিক নারীরা। তবে রঙের গাঢ়ত্ব, ডিজাইন, পাড়, আঁচল ইত্যাদিতে প্রকট থাকে পূজার প্রভাব। আর পরার ধরনের বিশেষত্ব তো আছেই। দেবী দূর্গার স্টাইল তো শাড়িতে থাকবে হবে, না?

804643_1200942789934147_1485734080_n

গহনা ছাড়া উপমহাদেশীয় নারীর সাজ পূর্ণ হয়? হলে মেয়ে, বউ, মায়েদের কান, নাক বা হাত খালি রাখা নিয়ে চোখ কপালে তুলতেন না নানি-দাদীরা। আর পূজার সাজে গহনার আধিক্য যে শুধু নিজের সংগ্রহ প্রদর্শনী কিংবা প্রতিপত্তি বিস্তার- তা নয়। জমকালো শাড়ির সঙ্গে হালকা পোলকা গহনা কি মানায়? তাই পূজার বিশেষ সাজে গলায় একটু ভারী নেকলেস আর হাত ভরা চুড়ি ছাড়া ঠিক মানায় না। আর কানে? ভারী ঝুমকা। ভারী গহনা বহনে অসুবিধা মনে হলে গলায় লম্বা হার খুব চলছে। সঙ্গে মানানসই দুল। পায়ের নুপুর আর কোমড়ের বিছা কিন্তু পূজায় হিট। আর পূজার মৌসুম ছাড়া সাজের এমন বহর তো হয় না। নিজেকে দেবীরূপে সাজিয়ে তুলতে প্রতিটি নারীই অকৃপণ।

12179225_1200942963267463_1993301042_n

শাড়ি হলো, গহনা হলো- সাজেও কিন্তু মা দূর্গাই আদর্শ। চোখ হতে হবে মায়ের আদলে, আর তাই কাজলরেখা চোখ পেরিয়ে থামে না। পটলচেরা চোখ হোক আর না হোক- লম্বা করে কাজল টেনে আই লাইনার, মাশকারা, আইশ্যাডো আর শাইনারে চোখ হয়ে উঠতে হবে মোহময়ী। চোখের পাপড়ি ভারি করার জন্য আইল্যাশ আর আকর্ষনীয় চোখ পেতে কন্টাক্ট লেন্সের আগমন ঘটলে চোখের সাজে যোগ হয় বাড়তি মাত্রা।

12178318_1200943183267441_1118793760_n

মেকআপে থাকে সতেজ ভাব। ফ্রেশ আর গর্জিয়াস লুকটাই পূজায় অনবদ্য। হাতের নখে লাল নেলপলিশটাই ভালাে লাগে শাড়ির লাল কম্বিনেশনের সঙ্গে। ওদিকে পায়ের আলতা তো থাকেই। আর আজকাল বিবাহিত রমনী ছাড়াও সিঁদূরের মোটা দাগ দেখা যায় অনেকের সিঁথিতে। প্রশ্ন করা হলে হেসে বলে, ‘দেবীরূপে নিজেকে দেখতে শুধুই ফ্যাশন অনুসঙ্গ সিঁদূর’। আর কপালের লাল টিপ- না হলে কি মা দূর্গার ছায়া দেখা যায় আয়নায়?

10152711_1200943869934039_570307608_n

সূত্র: প্রিয় লাইফ



মন্তব্য চালু নেই