চলছে সিকান্দার বক্সের দৌড়…
এসময়ের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। টিভির পর্দায় তার উপস্থিতি মানেই দর্শকদের জন্যে নিত্য নতুন চমকের মত। কারণ তার দশর্কদের সামনে বরাবরই ভিন্ন ভিন্ন চরিত্র নিয়ে হাজির হন।এরই ধারাবাহিকতায় ‘নিজ গ্রামে সিকান্দার বক্স’ নিয়ে দর্শকদের সামনে আসতে যাচ্ছেন তিনি।
আজ নাটকটির শুটিং চলছে। নাটকটির পরিচালক সাগর জাহান। ৯ সেপ্টেম্বর থেকে উত্তরায় শুরু হয়েছে নাটকের চিত্রধারণের কাজ। এর পরপরই পুরো টিম শুটিংয়ে যাবে ময়মনসিংহে। এবার মোশাররফ করিমের সঙ্গে থাকছেন শখ ও ইরেশ যাকের।
মন্তব্য চালু নেই