চলছে এক পৃথিবী প্রেমের প্রচারণা
রোমান্টিক ছবির জনপ্রিয় নির্মাতা এস এ হক অলিক পরিচালিত ‘এক পৃথিবী প্রেম’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২১ অক্টোবর। ছবিটি মুক্তির কারণে গতকাল (শনিবার) থেকে জোর প্রচারণায় নেমেছে নির্মাতা অলিক, ছবির নায়ক আসিফ নূর ও নায়িকা আইরিন।
প্রথমদিনের প্রচারণায় নির্মাতা অলিক এবং আসিফ রাজধানীর বিভিন্ন এলাকায় ছবির পোস্টার লাগিয়েছেন। এছাড়া দ্বিতীয় দিনের প্রচারণা হিসেবে আজ (রবিবার) রাজধানীর কলাবাগান পূজা মণ্ডপে রাত ৮টায় হাজির হাজির থাকবে ‘এক পৃথিবী প্রেম’ ছবির নির্মাতা-কলাকুশলীরা।
আসিফ বলেন, ‘আগামী ২১ তারিখ আমার অভিনীত প্রথম ছবি মুক্তি পেতে যাচ্ছে। সেই লক্ষ্যেই জোর প্রচারণা চালাচ্ছি। গতকালে রাতে আমরা ঢাকার আটটি এলাকায় পোস্টার আমরা লাগিয়েছি। এরমধ্যে মালিবাগ, পল্টন, নিউমার্কেট, লালবাগ, ধানমন্ডি, ফার্মগেট ছাড়াও আরো কিছু জায়গা ছিল। আগামীতে ঢাকার বাইরে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া বিভিন্ন গণমাধ্যম এবং টেলিভিশনেও ছবির প্রচারণায় অংশ নেব। সকলকে আমাদের সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি।’
তিনি আরো বলেন, ‘অনেক স্বপ্ন নিয়ে চলচ্চিত্রে এসেছি। দর্শকদের কাছে ছবিটি পৌঁছে দিতে সবধরনের প্রচারণা চালাচ্ছি আমরা। তাছাড়া অলিক ভাইয়ের ছবিতে কাজ করতে পারাটা ভাগ্যের ব্যাপার। কারণ এর আগে তার ছবিতে কাজ করেছেন রিয়াজ, শাকিব ভাইয়ের মত অভিনেতারা। তাদেরকে নিয়ে ছবি বানিয়ে তিনি সফল। আর আমার চলচ্চিত্রে অভিষেক হচ্ছে তার মত একজন গুণী নির্মাতার হাত ধরে। আশা করি, দর্শকরা অবশ্যই ছবি এবং আমাকে দুটোই সাদরে গ্রহণ করবেন।’
এর আগে ১২ আগস্ট ‘এক পৃথিবী প্রেম’ মুক্তি পাওয়ার কথা থাকলেও সেটি হয়নি। কারণ দেশের উত্তরাঞ্চলের বৃহৎ একটি অংশ বন্যার পানিতে তলিয়ে ছিল। তাই নির্মাতা ছবিটি মুক্তি দেননি।। তিনি জানিয়েছিলেন, ‘দেশের উত্তরাঞ্চলের বৃহৎ একটি অংশ বন্যার পানিতে তলিয়ে আছে। এ অবস্থায় ছবিটি মুক্তির পর সেখানকার দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখতে পারবেন না। যাদের জন্য ছবি নির্মাণ করেছি, তারাই যদি দেখতে না পান তবে ছবি মুক্তি দিয়ে তো কোনো লাভ নেই। পরবর্তীতে সার্বিক দিক বিবেচনা করে আগামী ২১ অক্টোবর ছবিটি মুক্তির সিন্ধান্ত নেই।’
‘এক পৃথিবী প্রেম’ ছবিতে আসিফ-আইরিন ছাড়াও আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হাসান ইমাম, এটিএম শামসুজ্জামান, আমিরুল ইসলাম চৌধুরী, আবুল হায়াত প্রমুখ।
বৃদ্ধাশ্রমে বসবাসকারী প্রবীণদের জীবনযাপন ও তাদের অনুভূতিই এ ছবির গল্পের প্রেক্ষাপট। পাশাপাশি থাকছে নতুন প্রজন্মের প্রেম। মূলত এই দুটি বিষয়কে উপজীব্য করেই নির্মাতা অলীকের এবারের মিশন।
মন্তব্য চালু নেই