চলছিল রমরমিয়ে দেহব্যবসা, গ্রেফতার ২৭

বড় বড় করে লেখা নাচ-গানের প্রশিক্ষণ কেন্দ্র। আর তার ভিতরেই রমরমিয়ে চলছে দেহব্যবসা। আর সেই দেহব্যবসা চালাচ্ছে নকশালরা। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল বিহারের নওদা জেলার আরওয়ালে। ঘটনাটি ঘটেছে ভারতে। খবর জিনিউজ।

এক টিভি রিপোর্ট অনুযায়ী, সেই মধুচক্র থেকে গ্রেফতার করা হয়েছে ১৯ জন মহিলা ও ৮ জন পুরুষকে। গ্রেফতার হওয়া ২৭ জনের মধ্যে আছে এক প্রভাবশালী নকশাল নেতাও। স্থানীয় মানুষদের অভিযোগ, এই মধুচক্রে বিদেশীদেরও হাত, আর নকশালদের সমর্থন রয়েছে।

পুলিশ জানায় বেশ কয়েকদিন ধরেই অভিযোগ ছিল। রাতের অন্ধকারে ছদ্মবেশে অপারেশন চালিয়ে মধুচক্র থেকে গ্রেফতার করা হয় ২৭ জনকে। এই মধুচক্র থেকে গ্রেফতার হওয়া নকশালদের নাম জানানো হয়নি।



মন্তব্য চালু নেই