চলছিল অসম প্রেম; অতঃপর আপত্তিকর অবস্থায় প্রেমিক যুগোল আটক

মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ীতে ৬৫ বছর বয়সী প্রেমিক ও ৩২ বছর বয়সী প্রেমিক-প্রেমিকাকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। জানা গেছে, উপজেলার দশত্তর গ্রামের ৫ সন্তানের জনক মোস্তফা হালদার (৬৫) একই এলাকার স্বামী পরিত্যক্তা ফারুক শেখের স্ত্রী ৪ সন্তানের মা সুমা বেগম (৩২)-কে শনিবার রাত ৮টার দিকে পাশের বানকাইজ গ্রামে রাস্তার উপর আপত্তিকর অবস্থায় আটক করে স্থানীয় জনগণ। পরে মোস্তফা হালদারের বাড়িতে খবর দেয়া হলে এলাকার মাসুম সৈয়াল, আবু তাহের, রাজা মিয়া উদ্ধার করে তাদেরকে নিয়ে যায়।

সুমা বেগম জানান, চৌদ্দ বছর আগে হাজী নোয়াদ্দা গ্রামের ফারুক শেখের সাথে পারিবারিকভাবে তার বিয়ে হয়। বিয়ের পর মোস্তফা হালদার আমাকে ধর্মের বোন ডেকে অবাধে আমাদের বাড়িতে চলাফেরা করত। মোস্তফার সাথে অবৈধ সম্পর্ক রয়েছে বলে স্বামী দুই আগে আমাকে তালাক দেয়। এর পর থেকে মোস্তফা আমার পিছু নেয়।

মোস্তফা হালদার জানান, আমি সুমাকে ছাড়া বাঁচবো না। তাকে না পেলে আত্মহত্যা করবো।

এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় বইছে।



মন্তব্য চালু নেই