চরিরিবন্দরে পাওয়া মহলিাটি কার?
মোহাম্মদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে বাক ও শ্রবণ প্রতিবন্ধী মহিলাকে কুড়িয়ে পেয়ে হত দরিদ্র কৃষক চরম বেকায়দায় পড়েছেন।
জানা গেছে, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার হত দরিদ্র কৃষক আদর আলী (৭০) দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলাধীন আব্দুলপুর হাটখোলা গুচ্ছগ্রামে হোটেল শ্রমিক জামাই শরিফুল আলমের বাড়ীতে গত ১৮ দিন পূর্বে বেড়াতে এসে দোলনচাঁপা ট্রেনে ফিরে যাওয়ার সময় পার্বতীপুরে ১ জন বাক ও শ্রবণ প্রতিবন্ধী মহিলা তার পিছু নেয়। বারবার সাথে নিয়ে না যাওয়ার চেষ্টা সত্ত্বেও উক্ত মহিলা তার বাড়ীতে যায়।
উপায়ন্তর না পেয়ে আদর আলী মহিলাটির স্বজনদের খোঁজে গত ১৮ দিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ঘটনায় আদর আলী জানান, উক্ত মহিলার সব রকম সেবা প্রদান করা হচ্ছে। বর্তমানে উক্ত মহিলাটি স্বজনদের জন্য ছটফট করছে। শুনতে ও কথা বলতে এবং কোনকিছু লিখতে না পারায় তার পরিচয় জানা যায়নি।
অজ্ঞতার কারনে থানায় সাধারণ ডায়েরী করা হয়নি। মহিলাটির অবস্থান জানতে ০১৭১৭৫৪৬৪২২ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হচ্ছে।
মন্তব্য চালু নেই