চরিত্রের প্রয়োজনে পুরোপুরি নগ্ন হতেও আপত্তি নেই : জেরিন খান

বলিউডে খোলামেলা দৃশ্য এখন ডাল ভাতের মতো বিষয়। সানি লিওন আসার পরে প্রতিযোগীতায় টিকে থাকতে এখন পুরোপুরি নগ্ন হয়েও নায়িকারা পর্দায় আসতে চাইছেন। এই যেমন জেরিন খান, জানালেন ছবিতে চরিত্রের প্রয়োজনে নগ্ন হতেও আপত্তি নেই তার।

জানা গেছে, হেট স্টোরি থ্রিতে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের ‘বোল্ড’ অভিনেত্রী জেরিন খান। এর আগে হেট স্টোরিতে অভিনয় করেছিলেন টলিউডের হার্ট থ্রুব পাওলি দাম। দ্বিতীয় পর্বে অভিনয় করেছিলেন সানি লিওন। এবার পার্ট থ্রিতে দেখা যাবে জেরিনকে।

মহেশ ভাটের হেট স্টোরি দর্শক মহলে কিছুটা সমালোচনার মুখে পড়লেও টিনেজারদের কাছে ছবির খোলামেলা দৃশ্য আকর্ষণের চুড়ায় পৌঁছেছিল। এই ছবিতে অভিনয় করতে জেরিন খানের সঙ্গে দেখা যাবে শর্মান জোশী, ডেইজি সাহাকেও।

এই ছবিতে বেশ কিছু খোলামেলা দৃশ্য রয়েছে যেখানে জেরিনের অভিনয় দেখতে উৎসুক দর্শক মহল। বলিউডে যখন হেট স্টোরির বোল্ড দৃশ্য নিয়ে রীতিমত হইচই পরে গিয়েছে, তখন ছবির খোলামেলা দৃশ্যগুলির মতই খোলামেলা উত্তর দিলেন জেরিন।

বললেন, ‘আমি জানি না, এই ছবির দৃশ্য নিয়ে এত কেন কথা হচ্ছে? ছবির জন্যে আমি যেকোনও ধরনের দৃশ্যে অভিনয় করতে রাজি। আমি এর আগে যে ধরনের সিনেমা করেছি, তার থেকে হেট স্টোরি একেবারেই ভিন্ন। যে কোনো দৃশ্যই হোক না কেন, আমি চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার।’

নিজের বোল্ড ইমেজের সাথে বোল্ড অভিনয়ে সাহসিকতার ছাপ রাখতে চান এই অভিনেত্রী। এখন দেখার পালা, পাওলি, সানি লিওনকে ছাড়িয়ে যেতে পারেন কি না জেরিন খান।



মন্তব্য চালু নেই