চরফ্যাশনে মেঘনার সাগর মোহনায় ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ৩টি ট্রলার ডুবি।
চরফ্যাশনের চরকুকরী-মুকরীর সোনার চরের পূর্ব পার্শ্বে মেঘনায় ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ৩টি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। সোমবার ভোর রাতে এ দূর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে থেকে জানা যায়।এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে জেলেরা মেঘনার সোনার চরের পূর্ব পার্শ্বে মাছ ধরতে যায়।
ভোর রাতে প্রচন্ড ঘূর্ণিঝড়ের কবলে পড়ে শাহাবুদ্দিন মাঝি ,লোকমান মাঝি ও আলামিন মাঝিরসহ ৩টি ট্রলার ডুবে যায়। ট্রলার ৩টিতে থাকা ২৪ জেলে মেঘনায় থাকা অন্য ট্রলারের সহায়তায় উদ্ধার হলেও ট্রলার ৩ টিতে থাকা জেলেদের মোবাইলসেট, জাল, আসবাসপত্র ও ট্রলার উদ্ধার করা সম্ভব হয় নি।স্থানীয় জেলেরা জানায়,ডুবে যাওয়া ট্রলার ৩টির মাঝিদের মধ্যে শাহাবুদ্দিন মাঝির বাড়ি কুকরীর ৫নং ওয়ার্ডের আমিনপুর গ্রামে,লোকমান মাঝি ও আলামিন মাঝির বাড়ি ৬নং ওয়ার্ডের শাহাবাজপুর গ্রামে।
চর কুকরী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আঃ ছালাম হাওলাদার ৩টি ট্রলার ডুবির ঘটনার সত্যতা স্বীকার করেছেন।এদিকে ট্রলার ডুবির বিষয়ে চরকুকরী-মুকরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস,আই নুর মোহাম্মদ জানান,এ ব্যাপারে তিনি কিছুই জানেন না এবং তাকে কেউ কিছু জানান নি।
মন্তব্য চালু নেই