চরফ্যাশনে অস্ত্রসহ জলদস্যু গ্রেফতার

ভোলার চরফ্যাশন উপজেলার আবু বকরপুর গ্রামের জনতার বাজার এলাকা থেকে দেশি অস্ত্রসহ ফয়সাল ওরফে পিটার নামে এক জলদস্যুকে গ্রেফতার করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ভোরে তাকে গ্রেফতার করা হয়েছে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার নাজিউর রহমান এ প্রতিনিধিকে জানান, ভোরে জনতার বাজার এলাকায় অস্ত্রসহ জলদস্যু ফয়সাল অবস্থান করছিলেন। গোটন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ফয়সালকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দুইটি পাইপগান ও দুইটি রামদা উদ্ধার করা হয়েছে।



মন্তব্য চালু নেই