চমকে যাবেন না তো? মাত্র একটি মাছের দাম ৮ লাখ!

চমকে যাওয়ার মতো দাম, তবুও জানতে ইচ্ছা করবে। বিশ্বাস করুন আর নাইবা করুন ঘটনা কিন্তু সত্যি। বিরল প্রজাতির মাছ, একটি মাছের দাম ৮ লাখ!

বিরল প্রজাতির মাছটি ধরেছে ভারতের পশ্চিমবঙ্গের দিঘা জেলেরা। ভারতের বাজারে তিন লাখ রুপিতে বিক্রি হলেও আন্তর্জাতিক বাজারে নাকি মাছটির দাম বাংলাদেশি মুদ্রায় ৮ লাখ টাকা।

মাছটির নাম তেলিয়া ভোলা। আন্তর্জাতিক বাজারে ক্রশওয়েলরাং ফিস নামেও পরিচিত।

তেলিয়া ভোলার কদর এতটাই বেশি যে, বিদেশে রপ্তানির পর তা রীতিমতো নিলামে তোলা হয়। এই মাছের পটকা দিয়ে তৈরি হয় জীবনদায়ী ওষুধ। এর তেল ও মাংস থেকেও ওষুধ বানানো হয়। বানানো হয় দামি স্যুপও।

দিঘা মোহনা থেকে প্রায় চারশ’ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে বাস তেলিয়া ভোলার। একশ’ নটিক্যাল মাইল দূরে ট্রলার নিয়ে মাছ ধরতে গিয়েছিল জেলেরা। সেখানেই সন্ধান মেলে এই মাছের। মাছটি দলছুট হয়ে চলে এসেছিল বলে অনুমান মৎজীবীদের।



মন্তব্য চালু নেই