চবির হলে তল্লাশি : অস্ত্রসহ ছাত্রলীগের ৩৯ নেতাকর্মী আটক
চট্টগ্রাম বিশ্ববিদ্যলয়ে (চবি) ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষের পর দুই হলে তল্লাশি চালিয়ে ছাত্রলীগের ৩৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এসময় ১৫-২০টি রামদা পাওয়া যায়।
শুক্রবার দুপুরে শাহ জালাল ও শাহ আমানত হলে এই তল্লাশি চালানো হয়।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আটকদের মধ্যে সভাপতি টিপুর অনুসারীই বেশি। তবে তাৎক্ষণিকভাবে কারো নাম জানা যায়নি। বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোকাদ্দেস মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য চালু নেই