চবি’তে প্রকৃতির মাঝে বিজয়ের উৎসব
সাফাত জামিল শুভ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় : “আমরা চবিয়ান,আমরাই পৃথিবীর বুকে এক টুকরো বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে গত ১৫ ও ১৬ ডিসেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে ‘বাঙালীপনা’ নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি সংগঠন। “বিজয় আড্ডা” নামে দুইদিনব্যাপী এই অনুষ্ঠানে ছিল- বাংলাদেশের জনপ্রিয় দুটি ব্যান্ডের পরিবেশনা, দেশাত্মবোধক গান, ফোক,বাংলার পুরোনো গানের ফিউশন, আনপ্লাগ সেশন ইত্যাদি সহ ক্যাম্পাস ভিত্তিক সকল ব্যান্ড দলের পরিবেশনা এবং কবিতা আবৃত্তি সহ আরো নানা অভিনব আয়োজন।
ইট-কংক্রিটের আবদ্ধ কোন অডিটোরিয়ামে নয়, ক্যাম্পাসের সবুজে ঘেরা প্রকৃতির মাঝে এ ধরণের ব্যতিক্রমী আয়োজন মন কেড়েছিল সবার। দেশের প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভালোবাসার গভীরতা পুরো বিশ্বকে জানান দেয়া এবং বিজয়ের চেতনায় সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন- উপ-উপাচার্য ড. শিরীন আক্তার, চবি শিক্ষক সমিতির সভাপতি ড. আওরঙ্গজেব, সাধারণ সম্পাদক খসরুল আলম কুদ্দুসী এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলমগীর টিপু।
মন্তব্য চালু নেই