চট্টগ্রাম বোর্ডে সেরা ২০ শিক্ষা প্রতিষ্ঠান: সবার শীর্ষে কলেজিয়েট স্কুল

এসএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডে শীর্ষে স্থান করে কলেজিয়েট স্কুল। বোর্ডে সেরা ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে প্রথম হয়েছে কলেজিয়েট স্কুল। দ্বিতীয় অবস্থানে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

তৃতীয় অবস্থানে রয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে, ৯৫ দশমিক ৯৭ পয়েন্ট পেয়ে এবারের এসএসসি পরীক্ষার ঘোষিত ফলাফলে চট্টগ্রাম বোর্ডে শীর্ষস্থানে রয়েছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল। এ নিয়ে টানা তিনবার শীর্ষস্থান ধরে রেখেছে ঐতিহ্যবাহী কলজিয়েট স্কুল।

এছাড়া ৯১দশমিক ১৬ পয়েন্ট পেয়ে এবার দ্বিতীয় অবস্থানে রয়েছে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ৯১ পয়েন্ট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ। প্রতিষ্ঠানের নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যার মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর শতকরা হার, শতকরা পাশের হার, জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা, মোট জিপিএর গড় এবং অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর পয়েন্ট মিলিয়ে মোট ৫টি ক্যাটাগরিতে ১০০ পয়েন্টের উপর মার্কিং করে সেরা ২০টি প্রতিষ্ঠানের ক্রম নির্ধারণ করা হয়েছে।

এরপরে রয়েছে যথাক্রমে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় (৮৮ দশমিক ৬৫), ই¯পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (৮৭ দশমিক ৮০), সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় (৮৭ দশমিক ৪৪), ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল (৮৬ দশমিক ৪৪), চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় (৮৫ দশমিক ৯৫), সিলভার বেলস গার্লস স্কুল (৮৫ দশমিক ৫৮), চট্টগ্রাম সরকারি বালিক উচ্চ বিদ্যালয় (৮৫ দশমিক ০১), নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় (৮৩ দশমিক ৬৯), চট্টগ্রাম পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (৮১ দশমিক ৫৬), নৌবাহিনী হাইস্কুল এন্ড কলেজ (৮১দশমিক ২৯), সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ (৮০ দশমিক ৬৩), অপর্ণা চরণ সিটি কর্পোরেশন গার্লস হাইস্কুল (৮০ দশমিক ৫২), কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (৭৬ দশমিক ৮২), কাফকো স্কুল এন্ড কলেজ (৭৬ দশমিক ৭২), সেন্ট স্কলাস্টিকা গার্লস স্কুল (৭৬ দশমিক ১৫), বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় (৭৫ দশমিক ৯৯) ও সেন্ট প্লাসিড হাইস্কুল (৭৫ দশমিক ৩৭)। ফলাফল ঘোষণা উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড আয়োজিত সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাহবুব হাসান বলেন, ‘বছরের শুরু থেকে রাজনৈতিক অস্থিরতায় বারবার পরীক্ষা পেছানোর কারণে শিক্ষার্থীদের পড়াশোনার স্বাভাবিক গতি ব্যাহত হয়েছে। এসব কারণে পরীক্ষার্থীরা মানসিকভাবে চাপে ছিল। ফলে পরীক্ষার ফলাফলে এর প্রভাব পড়েছে।



মন্তব্য চালু নেই