চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন
সাফাত জামিল শুভ, চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।সোমবার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত প্রথমধাপের ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিনিধিত্বকারী এ সংগঠনের ৫টি পদের এ নির্বাচনে ৩৫ শতাংশ শিক্ষক ব্যালটের মাধ্যমে মতামত প্রকাশ করেছেন।প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক জনাব এম এ গফুর।
এবারের নির্বাচনে আওয়ামী লীগ ও বামপন্থী শিক্ষকদের সংগঠন ‘হলুদ দল’ এবং বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’ থেকে দুটি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে। সভাপতি পদে হলুদ দলের প্রতিনিধিত্ব করছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ.এফ.এম আওরঙ্গজেব এবং সাধারণ সম্পাদক পদে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য।অপরদিকে সভাপতি পদে সাদা দলের প্রতিদ্বন্দ্বী দর্শন বিভাগের অধ্যাপক ড.মোজাফফর আহমদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে প্রাণ রসায়ন বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আতিয়ার রহমান।
উল্লেখ্য, এ মাসের ২১তারিখে দ্বিতীয় ধাপে এবং ২৬ তারিখে শেষ ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মন্তব্য চালু নেই