চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাতাতে আসছে ‘ওয়ারফেজ’
সাফাত জামিল শুভ, চবি প্রতিনিধি: সুরের মূর্ছনায় ক্যাম্পাস মাতাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছেন জনপ্রিয় ব্যান্ড দল ওয়ারফেজ। ‘হৃদয়ের ক্যানভাসে লোকপ্রশাসন”-এ শিরোনামকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) লোকপ্রশাসন বিভাগের ৩৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে ১২ ই মার্চ শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে ওয়ারফেজের পাশাপাশি গাইবেন কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল মান্নান।লোকপ্রশাসন বিভাগের সভাপতি সিরাজ উদ দৌল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।আরো উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী,বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সচিব আনোয়ার ইসলাম,স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড.তোফায়েল আহমেদ,চট্টগ্রাম-১৬ আসনের মাননীয় সাংসদ মুস্তাফিজুর রহমান এম.পি,কক্সবাজার-৩ আসনের সাংসদ সরওয়ার কমলসহ গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হল মাঠে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, স্মরণিকা প্রকাশ ইত্যাদি।
সমাজবিজ্ঞান অনুষদের একটি অন্যতম বিভাগ হিসেবে ‘লোকপ্রশাসন বিভাগ’ গৌরবের সাথে পার করেছে ৩৫ টি বছর।এ বিভাগের মেধাবী সন্তানরা কৃতিত্বের সাক্ষর রেখে চলেছেন দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়সহ বিভিন্ন ক্ষেত্রে।
মন্তব্য চালু নেই