চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৬ ছাত্রলীগ কর্মীকে সাময়িক অব্যাহতি
বিশৃঙ্খলার অভিযোগে ছয় ছাত্রলীগ কর্মীকে সাময়িক অব্যাহতি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। কিছুক্ষণ পূর্বে সভাপতি মোহাম্মদ আলমগীর টিপু এবং সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজন সাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
জানা যায়, রোববার দুপুর দেড়টার দিকে শাহজালাল হলে চুরির ঘটনার প্রতিবাদে মূল ফটকে ছাত্রলীগের কর্মীরা তালা লাগিয়ে দেয়। পরে প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে পুলিশের সদস্যরা মূল ফটকের তালা ভাঙে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো.আলী আজগর চৌধুরী এ ব্যাপারে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে চুরির ঘটনার অভিযোগ পেয়েছি এবং চুরির ঘটনায় বিশ্ববিদ্যালয় হল কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত শেষ হওয়ার আগে এভাবে মূল ফটকে তালা দেওয়া অনাকাঙ্ক্ষিত।
মন্তব্য চালু নেই