চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ চলছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগ ও শিবিরের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে। শুক্রবার বিকেল সোয়া ৪টা থেকে শুরু হওয়া এই সংঘর্ষে থেমে থেমে এখনো অব্যাহত রয়েছে।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিকেলে চবি ক্যাম্পাসের এফ রহমান হলের সামনে এই সংঘর্ষে শুরু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

ক্যাম্পাস থেকে সাধারণ প্রত্যক্ষদর্শী ছাত্ররা জানান, এফ রহমান হলের সামনে ফুটবল খেলা চলাকালীন সময়ে কয়েকজন শিবিরকর্মীর সঙ্গে ছাত্রলীগ কর্মীর কথা কাটাকাটির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে মুহূর্তেই সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে বিপুল সংখ্যক পুলিশ ক্যাম্পাসে অবস্থান নিয়েছে।

বিকেল সোয়া ৫টার দিকে এই খবর লেখা পর্যন্ত সংঘর্ষে কমপক্ষে ৬ জন আহত হয়েছে বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই