চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে ফের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১
চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে ফের সংঘর্ষ হয়েছে। রবিবার দুপুর দেড়টায় নগর আ’লীগের দুই শীর্ষ নেতা মহিউদ্দিন চৌধুরী এবং আ জ ম নাসির গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।
এ সময় গুলিবিদ্ধ হয়েছেন পোর্ট সিটি ইউনিভার্সিটির ছাত্র নিঝুম ফারিয়াল (২২)। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, চট্টগ্রামে কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিঝুম ফারিয়ালকে গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি করা হয়েছে।
এ ছাড়া উজ্জ্বল নামে একজনসহ বেশ কয়েকজন ছাত্রলীগকর্মী আহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ রয়েছে। এর আগে শনিবার দুই পক্ষের ব্যাপক সংঘর্ষে ৫ জন আহত হয়েছিলেন।
রবিবার দুপুরে সংঘর্ষ চলাকালে একপক্ষ গণি বেকারি মোড়ে অপর পক্ষ চট্টগ্রাম কলেজের মূল ফটকে অবস্থান নেয়। উভয় পক্ষ ইটপাটকেল ছুড়ে, লাঠিসোঁটা একে অপরকে দিয়ে ধাওয়া পাল্টাধাওয়া দিলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া শুরু হলে কলেজ রোড ও আশপাশের এলাকার সড়কগুলো যানবাহন শূন্য হয়ে পড়ে। একাদশ শ্রেণিতে নতুন ভর্তি হতে আসা শিক্ষার্থীরা ক্যাম্পাসে আটকা পড়েন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ বলেন, ‘চট্টগ্রাম কলেজের ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপে ধাওয়া পাল্টাধাওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’
মন্তব্য চালু নেই