চট্টগ্রাম কলেজের ছাত্রাবাসে বিপুল অস্ত্র উদ্ধার, আটক ৭২ (ভিডিও)
চট্টগ্রাম কলেজের দুইটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ ৭২ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার দিবাগত রাত ২টা থেকে শুরু হওয়া এ অভিযানে তাদের আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়েছে।
মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার এস এম তানভীর আরাফাত জানান, রাত ২টা থেকে ভোর সাড়ে ৬টা পর্যন্ত ছাত্রাবাস দুটিতে অভিযান চালিয়ে ৭২ শিবিরকর্মীকে আটক করা হয়।
চট্টগ্রাম কলেজে অভিযানে ১টি একে-২২, ১টি থ্রি নট থ্রি, ৩টি পিস্তল, ৩টি সিঙ্গেল ব্যারেল বন্দুক, ১টি দো-নলা বন্দুক, ৫টি রকেট ফ্লেয়ার, ৬১ রাউন্ড কার্তুজ ও ২৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এছাড়া, অভিযানে উদ্ধার করা হয় জামায়াত-শিবিরের বিভিন্ন প্রকাশনা ও ব্যানার। পুলিশ বলছে, চলমান হরতাল-অবরোধে নাশকতার জন্যই এসব অস্ত্র মজুদ করা হয়েছিলো। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
মন্তব্য চালু নেই