চট্টগ্রামে ৪০ জনের যৌতুকবিহীন বিয়ে
চট্টগ্রামে ২০ তরুণ শুক্রবার ২০ তরুণীকে আনুষ্ঠানিকভাবে যৌতুক ছাড়া বিয়ে করেছেন। বাংলাদেশ চাষী কল্যাণ সমিতি চট্টগ্রাম মহানগরী শাখা নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ বিয়ের অনুষ্ঠানের আয়োজন করে।
বিয়ের আগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চাষী কল্যাণ সমিতি চট্টগ্রাম মহানগরীর সভাপতি মাস্টার হুমায়ুন কবীর। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডা. মুহাম্মদ ইলিয়াছ, আমীর হোসেন বদি, জাহের খান, সমাজ সেবক আনোয়ারুল হক খান, সেক্রেটারি শহীদুল ইসলাম, মাওলানা অলিউল্লাহ, মাওলানা মোজাফ্ফর আহমদ, মাওলানা আফজাল হোসেন, মাওলানা মাসুদুর রহমান, আহসান উল্লাহ, রেজাউল করিম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, যৌতুক একটি সামাজিক ব্যাধি। এ ব্যাধি দূর করতে হলে যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। প্রতি বছরই আমাদের অনেক বোনকে যৌতুকের বলি হতে হয়। বর্তমান সময়ে যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠানের মাধ্যমে চাষী কল্যাণ সমিতি একটি মহৎ কাজের সূচনা করেছে।
চাষী কল্যাণ সমিতির সভাপতি হুমায়ুন কবীর সভাপতির বক্তব্যে বলেন, চাষী কল্যাণ সমিতির এ ক্ষুদ্র আয়োজন যৌতুকের অভিশাপ থেকে পূর্ণভাবে মুক্তি দিতে না পরলেও যুব সমাজের মাঝে চেতনা সৃষ্টি করতে সক্ষম হবে।
মন্তব্য চালু নেই