চট্টগ্রামে স্বামীর হাতে স্ত্রী খুন
চট্টগ্রামে স্বামীর হাতে খুন হয়েছে স্ত্রী। সোমবার সকালে নগরীর চকবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে। নিহত হামিদা বেগম (২০) ও তার ঘাতক স্বামী মো. মাসুদ (২৪) দুজনই চকবাজার এলাকার কোহিনূর গার্মেন্টসে কাজ করতেন। চকবাজার থানার ওসি আতিক আহমদ চৌধুরী জানান, সোমবার সকালে নগরীর চকবাজারের কাঁচাবাজার এলাকায় এ ঘটনায় দায়ে নিহতের স্বামী মাসুদকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন মাসুদ। হামিদার বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলায়। তার স্বামী মাসুদের বাড়ি লক্ষ্মীপুর জেলার চররহিতা এলাকায়। ওসি জানান, সকালে মাসুদ তার স্ত্রী হামিদাকে বুকে ও গলায় ছুরিকাঘাত করে হত্যা করে এবং বাথরুমে লাশ রেখে বাসা থেকে বের হয়ে যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং পালানোর পথে এলাকাবাসীর সহায়তায় চকবাজার থেকে মাসুদকে গ্রেপ্তার করা হয়। দাম্পত্য কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা পুলিশের।
মন্তব্য চালু নেই