চট্টগ্রামে রডের আঘাতে প্রতিবেশি খুন: আটক ১

চট্টগ্রামের কাট্টলী এলাকায় প্রতিবেশির লোহার রডের আঘাতে চন্দন বিশ্বাস (৪৫) নামে ব্যক্তি খুন হয়েছেন। দক্ষিণ কাট্টলীর লবণের মিল এলাকার জ্যোর্তিময় বিশ্বাসের পুত্র চন্দন বিশ্বাস। এ ঘটনায় পুলিশ ঘাতক বিশ্বনাথ দেবকে (৪০) আটক করেছে।

পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলীতে ১২ অক্টোবর সোমবার গভীর রাতে এলাকায় এ ঘটনা ঘটেছে। নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি-পশ্চিম) আরেফিন জুয়েল বলেন, বিশ্বনাথ দেব প্রতিদিন গভীর রাত পর্যন্ত স্ত্রী এবং পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া করত। রাতে ঝগড়া শুরুর পর প্রতিবেশি চন্দন বিশ্বাস তাদের ঘরে গিয়ে আপত্তি জানায়।

বিশ্বনাথের পরিবারের ঝগড়া, চিৎকারের জন্য প্রতিবেশিরা রাতে ঘুমাতে পারছেন না বলে তিনি অভিযোগ করেন। এসময় বিশ্বনাথ উত্তেজিত হয়ে চন্দনের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পঙ্কজ বড়–য়া বলেন, আহত চন্দন বিশ্বাসকে রাত সাড়ে ১১ টার দিকে হাসপাতালে আনা হয়, রাত সোয়া ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করেছে বলে এডিসি আরেফিন জুয়েল জানান।



মন্তব্য চালু নেই