চট্টগ্রামে মামলার বাদীকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সন্দ্বীপে বশির আহাম্মেদ নামে এক মামলার বাদীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার রাত পৌনে ১১টার দিকে সন্দ্বীপ উপজেলার দক্ষিন মগধরা নামক এলাকায় এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে।

নিহতের পরিবারের দাবি, হত্যা মামলার আসামি স্থানীয় প্রাক্তন চেয়ারম্যান শাহীন বুধবার বিকেলে কারাগার থেকে জামিনে মুক্তি পান। তিনি মামলার বাদী বশির আহাম্মেদকে (৩৮) কুপিয়ে হত্যা করেছে।

নিহতের ভাই সাজ্জাদ হোসেন জানান, বশির আহাম্মেদের দায়ের করা একটি মামলার আসামি ছিলেন প্রাক্তন চেয়ারম্যান শাহীন। এই মামলায় দীর্ঘদিন কারাভোগের পর চেয়ারম্যান শাহীন বুধবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান। মুক্তি পেয়ে সন্দ্বীপে পৌঁছানোর পর মামলার বাদী বশির আহাম্মদকে কুপিয়ে হত্যা করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, বশির আহম্মেদ খুন হয়েছেন। আমরা ঘটনাস্থলে রয়েছি। এ ব্যাপারে এখন বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।



মন্তব্য চালু নেই