চট্টগ্রামে বিভাগীয় পর্যায়ে খাদ্য নিরাপত্তায় অবদানে সফল নারী কৃষক সম্মাননা অনুষ্ঠান বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০১৫, বৃহস্পতিবার বিকাল ০৩.০০ টায় চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) আইএসডিই বাংলাদেশ যুক্তরাজ্য ভিত্তিক আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা অক্সফাম এর সহযোগিতায় চট্টগ্রামে “বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় নারীদের অবদানের স্বীকৃতির জন্য প্রচারাভিযান ২০১৪-১৫” শীর্ষক প্রচারভিযান এর আওতায় বিভাগীয় পর্যায়ে খাদ্য নিরাপত্তায় অবদান রাখা সফল নারী কৃষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভুমি প্রতিমন্ত্রী জনাব সাইফুজ্জমান চৌধুরী জাবেদ, এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন এবং চট্টগ্রামের মান্যবর জেলা প্রশাসক জনাব মেজবাহউদ্দিন সভাপতিত্ব করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম ভেটেনারী ও অ্যানিমেল সাইন্স ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডঃ গৌতম বৌদ্ধ দাস, রূপালী ব্যাংকের পরিচালক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, দৈনিক যায়যায়দিনের ব্যুরো প্রধান হেলাল উদ্দীন চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবদ আবুল কালাম আজাদ, সোনালী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের মহাব্যবস্থাপক তারিকুল ইসলাম চৌধুরী, জনতা ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের মহাব্যবস্থাপক আবু নাসের চৌধুরী, প্রাক্তন সাংসদ মাজহারুল হক শাহ, বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট হাটহাজারীর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মনোরঞ্জন ধর।
অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, নাগরিক সমাজের প্রতিনিধি, নারী নেত্রী, শিক্ষক, সাংবাদিক, আইনজীবি প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহন করবেন বলে আশা করা যাচ্ছে। কর্মশালায় যথাসময়ে সংস্লিষ্ঠ সকলকে কর্মশালায় অংশগ্রহনের জন্য আইএসডিই বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ও ক্যাব কেন্দ্রিয় নির্বাহী কমিটি সদস্য এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব মহানগরের সভাপতি জেসসিন সুলতানা পারু, সাধারন সম্পাদক অজয় মিত্র শংকু বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।
মন্তব্য চালু নেই