চট্টগ্রামে বস্তি থেকে দুই ভাইয়ের লাশ উদ্ধার

চট্টগ্রামের টাইগারপাস এলাকার আমবাগান বস্তি থেকে দুই ভাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে খুলশী থানাধীন আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন বস্তির একটি কক্ষ থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়।

নিহত দুই ভাই হলেন কামরুল ইসলাম (৩৫) ও নুরুল আবছার লাকী (৩২)। তারা পেশায় দিনমজুর ছিলেন। খুলশী থানার ওসি নিজাম উদ্দিন বলেন, “ঘরে দুজনের লাশ পড়ে থাকতে দেখলে বস্তির লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে রাত সাড়ে আটটার দিকে লাশ দুটি উদ্ধার করে।”

তবে কী কারণে তারা মারা গেছেন তা জানাতে পারেনি পুলিশ।

ময়নাতদন্তের জন্য লাশ দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। সূত্র জানায় দুই ভাই কুমিল্লার লাকসাম উপজেলার লেদু মিয়ার ছেলে। তাদের বাবা রেলওয়েতে চাকরির সুবাদে ওই এলাকায় থাকতেন। রেলওয়ে কলোনি সংলগ্ন বস্তিতে অবৈধভাবে আটটি ঘর তুলে ভাড়া দিয়েছিলেন দুই ভাই। কামরুল বিয়ে করে স্ত্রী নিয়ে ইপিজেড এলাকায় থাকলেও মাসে একবার ভাড়া তুলতে আসতেন।



মন্তব্য চালু নেই