চট্টগ্রামে পাটের গুদামে অগ্নিকাণ্ড
চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার হামজারবাগ আজিজুল্লা রোড এলাকায় একটি পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কেউ আহত হয়নি।
বুধবার রাত ৯টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।
খবর পেয়ে বায়োজিদ ফায়ার স্টেশনের একটি ইউনিটের দু’টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণ আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগ্রাবাদের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, ‘আবদুল হক নামের এক ব্যক্তির মালিকানাধীন একটি পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনলাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।’
মন্তব্য চালু নেই