চট্টগ্রামে গ্রেপ্তার ৫ জঙ্গি কারাগারে
চট্টগ্রামের কর্নেলহাট এলাকায় র্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়া হরকাতুল জিহাদের ৫ সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আগামীকাল রোববার তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানানো হতে পারে।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাবুদ্দিন জানান, হরকাতুল জিহাদের ৫ সদস্যকে তিনটি মামলায় শুক্রবার বিকেলে আদালতে তোলা হয়। পরে চট্টগ্রাম মহানগর হাকিম হারুনুর রশীদ ৫ জঙ্গিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রোববার র্যাব আসামিদের রিমান্ডের আবেদন জানাতে পারে।
এর আগে বৃহস্পতিবার ভোরে জঙ্গি সন্দেহে নগরীর এ কে খান এলাকা থেকে অস্ত্রসহ দুইজনকে আটক করে র্যাব। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন সকালে কর্নেলহাট এলাকার একটি দোতলা বাড়িতে অভিযান চালিয়ে আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার গভীর রাতে চট্টগ্রামের আকবর শাহ থানায় বিস্ফোরক, অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে ৫ জঙ্গির বিরুদ্ধে তিনটি মামলা করেন র্যাব-৭ এর ডিএডি গোলাম রব্বানী।
মন্তব্য চালু নেই