চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় ৩ জন নিহত

চট্টগ্রাম নগরীর বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় একটি দ্রুতগামী কাভার্ড ভ্যানের চাপায় তিনজন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পোশাক শ্রমিক। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
শুক্রবার সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ। তাদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন- ফাতেমা বেগম ও কপিল উদ্দিন। ধারণা করা হচ্ছে, নিহত অন্যজন টেম্পোর চালক ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই জাহাঙ্গীর আলম জানান, নগরীর ফ্রিপোর্ট এলাকা থেকে টেম্পোতে করে পোশাক কারখানার এই শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। সল্টগোলা ক্রসিং এলাকায় আসার পর বন্দরগামী একটি কাভার্ড ভ্যান টেম্পোটিকে চাপা দিলে এর ছয় আরোহী আহত হন। টেম্পোটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসকরা একজন নারীসহ তিনজনকে মৃত ঘোষণা করেন।
আহত তিনজন হলেন-আশীষ পাল, সুমি ও শহীদ। তাদেরকে চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। তারাও পোশাক কারখানার শ্রমিক বলে জানান এ পুলিশ কর্মকর্তা।



মন্তব্য চালু নেই